বিশ্ব শিক্ষক দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে ‘তরুণ শিক্ষক ও শিক্ষকতার ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ফুলপুর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে সিএসইএফ’র সহযোগিতায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও গণস্বাক্ষরতা অভিযান এর আয়োজন করে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, ১৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের সভাপতি রোকসানা ইয়াসমিন রিটা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, ২০৩০ সনের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে তরুণ শিক্ষকদের প্রশিক্ষিত করে বাংলাদেশের শিক্ষার মানকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি তরুণ শিক্ষকদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা হবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন