টাঙ্গাইলে ইয়াবাসহ শামীম মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১২ সদস্যরা। সোমবার সন্ধ্যার দিকে সদর উপজেলার দ্যাইনা কালিবাড়ী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম মিয়া সদর উপজেলার কাঠুয়া যুগনী এলাকার আব্দুস সাত্তার মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ২৫৫ পিস ইয়াবা, একটি মোবাইলফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান এ তথ্য জানান।
শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম দীর্ঘদিন বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার