ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার জালশুকা গ্রামের দুর্ধর্ষ ডাকাত ও চাঞ্চল্যকর শাহজাহান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গোলাপ মিয়া ওরফে গোলাপ ডাকাতকে (৫৫) গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় তার নিজ গ্রাম বড়াইল ইউনিয়নের জালশুকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোলাপ ডাকাতের গ্রেফতারের খবরে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ জানায়, গোলাপ ডাকাত গ্রামে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে একটি দোকান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বলেন, আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য গোলাপ ডাকাতকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজে পাচ্ছিল না। অবশেষে তাকে গ্রেফতার করেতে সক্ষম হয়েছি। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল