খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এ জসনে জুলুসের আয়োজন করে। বর্ণাঢ্য জসনে জুলুস কেন্দ্রিয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
হাজার হাজার সুন্নি জনতা এ জুলুসে অংশগ্রহণ করে। জুলুস শেষে একই মাঠে এক মিলাত মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত জামায়াত জেলা কমিটির সভাপতি ও পৌর মেয়র মো. রফিকুল আলম। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম, আহলে সুন্নাত জামায়াত জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভুকেট মামুন। এতে মোনাজাত করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাক্কানি। মিলাত মাহফিল শেষে সকলের মাঝে তবুরুক বিতরন করা হয় ।
বিডি প্রতিদিন/ফারজানা