দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দরে পিকআপের ধাক্কায় সুবাস চন্দ্র রায় নামে এক ইজিবাইকের যাত্রী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন।
রবিবার দুপুর দেড়টায় চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুবাস চন্দ্র রায় (৩৬), বিরামপুর উপজেলার পীতশ্বর গ্রামের মৃত কুমোদ চন্দ্র রায়ের ছেলে এবং ২ সন্তানের জনক।
গুরুতর আহত ইজিবাইকের চালককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দিনাজপুরগামী যাত্রীবাহী একটি ইজিবাইককে ফুলবাড়ীগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ইজিবাইকের যাত্রী সুবাস চন্দ্র রায় ঘটনাস্থলেই মারা যায় এবং চালক গুরুতর আহত হয়। গুরুতর আহত ইজিবাইকের চালককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
চিরিরবন্দর থানার এস আই আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারো কোন আপত্তি না থাকায় মরদেহ সুরহাল রির্পোট করে আত্মীয়-স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে এবং ইজিবাইকটি থানা হেফাজতে রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন