নেত্রকোনায় ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে জেলার কেন্দুয়া উপজেলার চকপাড়া হেলিপ্যাড এলাকা থেকে একটি বিশাল জশনে জুলুশ বের হয়।
কেন্দুয়া খানকা-এ হযরত শিবলী মঞ্জিলের উদ্যোগে বিশাল শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন দরবারে গাউছে হাওলার বর্তমান গদিনিশীন পীর সৈয়দ নঈমুল কদ্দুছ আকবরী।
এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, কেন্দুয়া উপজেলাসহ অন্যান্য উপজেলা থেকে আগত বিপুল পরিমাণ মুসল্লি এতে অংশ নেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন