বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক
- যুক্তরাজ্যের অভিবাসন আইনে বড় পরিবর্তন, কঠিন হচ্ছে স্থায়ী বসবাসের নিয়ম
- ৬ দিনের রিমান্ডে জাপার কাজী মামুন
- অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
- বিশ্বনাথে রেলের পরিত্যক্ত কক্ষে ৩ ককটেল উদ্ধার
- টিকটকের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, দুইজন গ্রেফতার
- কোস্টগার্ডের অভিযানে তিন অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক
- চট্টগ্রামে যানজট কমাতে ফিল্ড সার্ভে শুরু: চসিক মেয়র
- বরিশালে পৃথক দুই হত্যা মামলায় চারজন ৪ গ্রেফতার
- জাতীয় পতাকা ছাড়াই চলছে সাব-রেজিস্ট্রার অফিস
- স্মারক রৌপ্যমুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক
- বিদেশি সিনেমার ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
- বুধবার পর্যটকদের জন্য খুলছে কেওক্রাডং, মানতে হবে ৬ শর্ত
- দিনাজপুরে সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা বহালের দাবি
- ১১ কেজি মাছের দাম ৪৬ হাজার
- ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি
- নানা আয়োজনে টিএমএসএস হার্ট সেন্টারে বিশ্ব হার্ট দিবস উদযাপন
- ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন জঁ-মার্ক সেরে-শারলে
- পূজায় সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : র্যাব ডিজি
- বরিশালে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ৬ লাখ, স্বাস্থ্য সহকারীদের বর্জন
কলাপাড়ায় ঘূর্ণিঝড় বুলবুলে নিহত ২
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:
অনলাইন ভার্সন
--bulbul-update-10-11-2019.jpg)
পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে এক জেল ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার রাতে পূর্বধানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে গিয়ে মোসা. সুফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মুত্যু হয়। এছাড়া গত শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাতটায় গত গভীর সমুদ্র থেকে ট্রলার নিয়ে ফেরার পথে ঢেউয়ের তোড়ে পরে গিয়ে বেলাল (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এদিকে, স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট উচ্চতার জোয়ারে উপজেলার ১০টি গ্রাম ও চরাঞ্চল প্লাাবিত হয়েছে।
এছাড়া পূর্বের বিধবস্ত বেরি বাধ দিয়ে পানি প্রবেশ করে ১৫টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে। ৫ হাজার ১২০ হেক্টর জমির আমন ও সবজির ক্ষতি হয়েছে। পৌরশহরসহ উপজেলায় চারটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে শনিবার রাত ১১ টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উপজেলার লালুয়া ইউনিয়নের ভাংগা বেড়ি বাঁধ থেকে জোয়ারের পানি ঢুকে পাঁচটি গ্রামের অন্তত শতাধিক পরিবার পানিতে প্লাবিত হয়েছে।
কলাপাড়া উপজেলা কৃষি অফিসার আ. মান্নান জানান, এসব ফসলি জমির পানি দ্রুত নামালো হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতে পারে। ক্ষতিগ্রস্ত এসব কৃষকদের রবি মৌসুমে উচ্চ প্রনোদনাসহ কারিগরি সহায়তা প্রদান করা হলে ঘুরে দাঁড়াতে হবে।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী খান মো. অলিউজ্জামান জানান, কলাপাড়ার ডাবলুগজ্ঞের রসুলপূররে দুই কিলামিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে পূবের ক্ষতিগ্রস্থ বেড়িবাধ দিয়ে পানি প্রবেশ করে কলাপাড়া লালুয়ায় ১৫টি এবং রাঙ্গাবালির চালিতাবুনিয়ায় চারটি গ্রামের বসতভিটাসহ কয়েক'শ একর ফসলী জমি পানির নিচে তলিয়ে আছ।
এদিক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া বাড়ি ফেরা মানুষের রয়েছে নানা অভিযোগ। কলাপাড়া পৌর শহরের সরকারী খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া সুমা (২৬), সবুরজান (৪৫), জান্নাতী (২৫), রিজিয়া বেগম (৩৮) এবং লালুয়ার নুর জাহান (৬৫) জানান, রাতে তাদের সামান্য মুড়ির সাথে বিস্কুট দেয়া হয়েছে। যা প্রয়োজনের তুলনায় খুব সামান্য। এছাড়াও সারা রাতে তাদের কোন খোঁজ নেয়া হয়নি।
কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবাায়ন অফিসার তপন কুমার ঘোষ বলেন, বিষয়টি আমি জেনেছি। পর্যাপ্ত খাবার সরবারহ করা হয়েছে। হয়তো দেরি করে যারা এসেছে, তারা খাবার পাইনি।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর