বোয়ালমারী পৌরসভাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার পৌর মিলনায়তনে এক দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ মোজাফফার হোসেন (বাবলু) মিয়া।
ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন বোয়ালমারী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হোসাইন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর মোঃ আব্দুল কুদ্দুস শেখ, কাউন্সিলর লোকমান হোসেন খান, মোঃ সাইফুর রহমান, শেখ আজিজুল হক, শেখ আতিকুল আলী,সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন