হবিগঞ্জে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঈদে মিলাদুন্নবী।
রবিবার হবিগঞ্জ শহরে বের হয় জশনে জুলুসে মিছিল।
হবিগঞ্জ জেলা মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদ উদ্যোগে জশনে জুলুসে অংশগ্রহণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
হবিগঞ্জ মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ রহিছ মিয়া ও বিভিন্ন সুন্নী সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ।
চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ প্রাঙ্গন হতে বৃষ্টি উপেক্ষা করে বের হয় মিছিলটি। পরে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালেয়ের নিমতলা প্রাঙ্গণে শেষ হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন