১৪ নভেম্বর, ২০১৯ ১৬:৫৯

খুলনায় ৭ দিনব্যাপী করমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

খুলনায় ৭ দিনব্যাপী করমেলার উদ্বোধন

২০১৮-১৯ করবর্ষে খুলনা কর অঞ্চলে প্রায় দুই হাজার চারশত কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যা পূর্ববর্তী বছরের চেয়ে ৩২ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে দুই হাজার আটশত চল্লিশ কোটি টাকা।

এর বিপরীতে প্রথম চার মাসে ছয়শত ২৯ কোটি টাকা আদায় হয়েছে। যা এই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ শতাংশ বেশি। বৃহস্পতিবার খুলনায় ৭ দিনব্যাপী করমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। আগামী ২০ নভেম্বর পর্যন্ত খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে  সাত দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বলা হয়, খুলনা অঞ্চলে ২৪ হাজার নতুন করদাতা সনাক্তকরণ লক্ষ্যমাত্রায় ইতোমধ্যে ৩৪ হাজারের বেশি নতুন করদাতা টিআইএন নিবন্ধন করেছেন। এ নিয়ে খুলনায় করদাতার সংখ্যা দাঁড়ালো প্রায় তিন লাখ ৬৫ হাজার। করমেলায় রিটার্ন জমা, নতুন টিআইএন গ্রহণ, ব্যাংকের বুথসহ সংশ্লিষ্ট সকল সেবা মেলার স্টলেই মিলবে। 

খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) ড. আব্দুল মান্নান শিকদার, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, মোংলা কাস্টম হাউজের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খান মনিরুজ্জামান ও খুলনা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মঞ্জুর আলম।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর