১৪ নভেম্বর, ২০১৯ ১৭:০২

ডাংগারহাট প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি

ডাংগারহাট প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে ডাংগারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। পরে অভিভাবক সমাবেশে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রানবেশ চন্দ্র বাগচি, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বক্তব্য দেন। 

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিরুজ্জামান বকুলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক শিবলি বেগম। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, নিঃসন্দেহে ডাংগাপাড়া বিদ্যালয়টি আমাদের জন্য অনুকরণীয় হতে পারে। একজন মানুষের ইচ্ছে থাকলেই যে সম্ভব সেটি করে দেখিয়েছেন এখানকার প্রধান শিক্ষক। শিক্ষার্থীরা এখান থেকে উপলদ্ধি করতে পারবে এবং শিখবে ও জানবে। 

প্রধান শিক্ষক শিবলি বেগম জানান, উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং শিক্ষকদের সহায়তায় এটি আমি করেছি।

তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত এবং ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে নির্মমভাবে হত্যার করুণ চিত্র উপস্থাপন করা হয়েছে এই কর্নারে।

একই অনুষ্ঠানে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নিতে যাওয়া ১৮ জনকে বিদায় সংবর্ধনা জানানো হয়। এসময় শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন।

 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর