১৪ নভেম্বর, ২০১৯ ২০:৫৭

গাজীপুরের কাপাসিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কাপাসিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীরউজলি দিঘীরপার এলাকায় কিশোরগঞ্জগামী জলসিড়ি বাস ও কাপাসিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। নিহত ও আহত অন্যদের নাম পরিচয় জানা যায়নি।

নিহত মাজহারুল ইসলাম (৩২) কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের মোসলেহ উদ্দিন মোল্লার ছেলে। তিনি কাপাসিয়া উপজেলা কৃষি অফিসের অধীন টোক ইউনিয়নের আড়ালিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

কাপাসিয়া থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়ার বীরউজলি দিঘীরপার এলাকায় কিশোরগঞ্জগামী জলসিড়ি বাস ও কাপাসিয়াগামী সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত ও চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর