১৪ নভেম্বর, ২০১৯ ২২:১৬

লক্ষ্মীপুরে কৃষি পণ্য মেলা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে কৃষি পণ্য মেলা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের কৃষি পণ্যের সাথে পরিচয় করিয়ে দিতে লক্ষ্মীপুরে দিনব্যাপী কৃষি পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ নিজস্ব ক্যাম্পাস প্রাঙ্গনে ব্যতিক্রমধর্মী এ উৎসবের আয়োজন করে।  

সকালে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (সার্কেল) আনোয়ার হোসেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ।

মেলায় শাক-সবজি, মসলা ও ফলসহ ৫ ধরনের তিন শতাধিক পণ্য নিয়ে দেড় শতাধিক স্টল অংশ নেয়। এতে কৃষি পণ্যের মধ্যে স্থান পেয়েছে পুদিনা পাতা, থানকুনি, সজনে, লেটুস ও বটি পাতা, ঢেকি শাক, কচু, এলিচা শাকসহ ৩০ ধরনের শাক। মসুর ডাল, মুগ, হেলুন, মাশ কলাইসহ ২০ ধরনের ডাল। ওল, শালগুম, মোচা, কাইঞ্জাল, ডাটাসহ ৫৮ ধরনের সবজি। জয়ত্রি, লবঙ্গ, জাফরান, জায়ফল, হরতকি, মেথিসহ ৩২ ধরনের মসলা এবং ডুমুর, আপিন, এন্না, শালুক, ভাঙ্গি, শরিফা, বেল, চালতাসহ ৬৫ ধরনের ফল।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর