১৫ নভেম্বর, ২০১৯ ০৮:৩৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮

অনলাইন ডেস্ক

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর এবং কদমতলীয় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও হেরোইনসহ আটজনকে আটক করেছে র‍্যাব-১০।

বৃহস্পতিবার র‌্যাব-১০ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের পটকাজোড় এলাকায় র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালায়। এসময় ১৭ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ও ১৪ হাজার টাকাসহ তিন জনকে আটক করে। একইদিন দুপুরে কামরাঙ্গীরচর এলাকায় র‌্যাব-১০ অভিযান চালায়। অভিযানে ২০ পিস ইয়াবাসহ একজনকে আটক করে। 

এছাড়া বুধবার রাতে রাজধানীর কদমতলীর গোয়ালবাড়ী এলাকায় র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালায়। অভিযানে চারজনকে অটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন, ৪০ পিস ইয়াবা, চারটি মোবাইল ও নগদ এক হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর