ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক কলেজছাত্রীকে অপহরণের চেষ্টাকালে ১০ জনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, অপহরণকারীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই কলেজছাত্রীর বাড়িতে হানা দিয়ে ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। পরে তার চিৎকারে ছুটে আসে ঘেরাও করে ১০ জনকে আটক করে প্রতিবেশীরা।
এ বিষয়ে গৌরীপুর থানার এসআই মো. জামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, অপহরণের চেষ্টাকালে এলাকাবাসী ধাওয়া দিয়ে ১০ জনকে আটক করে পুলিশে দেয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন