১৫ নভেম্বর, ২০১৯ ১৪:৩৯

রাঙামাটিতে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

রাঙামাটিতে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা।

শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর  উদ্যোগে আয়োজিত রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চত্বরে বেলুন উড়িয়ে এ মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার।

চট্টগ্রাম কর অঞ্চলের ৩ এর কর কমিশনার মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এতে চট্টগ্রামের যুগ্ম কর কমিশনার  প্রভাত চন্দ্র পাল, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ও রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, একটা সময় পাহাড়ের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের কারণে এ অঞ্চলের মানুষ ব্যবসা করতে পারত না। সন্ত্রাসীদের চাঁদাবাজির কারণে মানুষ লাভের মুখ দেখত না। কিন্তু এখন তা পরির্বতন হয়েছে। এ অঞ্চলের প্রশাসন খুব কঠোরভাবে সন্ত্রাসীদের দমন করছে। এখন আগের চেয়ে পাহাড় অনেকটা স্বাভাবিক। তাই শুধু উপার্জন করলে হবে না। উপার্জিত টাকার আয়করও সরকারকে দিতে হবে।

তিনি আরও বলেন, পার্বত্যাঞ্চলে সরকারের ধারাবহিকতা ধরে রাখতে হলে অবশ্যই সবাইকে কর দিতে হবে। সরকারের রাজস্ব খাতায় এ কর শুধু জমা হয় না। দেশের উন্নয়নের স্বার্থে এ করের টাকা ব্যবহার হয়। আর এ উন্নয়নের সুফল ভোগ করে দেশের মানুষ।

এ সময় তিনি সবাইকে আয়কর মেলায় অংশগ্রহণ করার আহ্বান জানান।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর