ফরিদপুর পৌরসভার নবগঠিত ১৭নং ওয়ার্ডের গুহলক্ষীপুর এলাকায় সোবহান মোল্লার বাড়ি প্রাঙ্গণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মো. শাওন খাঁনের ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ ও দরিদ্রদের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ করা হয়।
এই মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর চৌধুরী টিটো, মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফরিদউদ্দীন আহমেদ,শিশু বিশেষজ্ঞ ডা. মো. নজরুল ইসলাম, এন্টার্নী চিকিৎসক ডা. আশিকুর রহমান ও ডা. আহমেদ সৌরভ। এর আগে ফিতা কেটে মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর হাফিজুর রহমান, সমাজসেবক দেলোয়ার হোসেন সুরত মোল্লা, মুক্তার খান, মো. মাসুদ পারভেজ, দিদারুল ইসলাম প্রমুখ।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে এলাকার পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসা ও ঔষুধ প্রদান করা হয়। এছাড়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক পরীক্ষা করানো হয়।
বিডি প্রতিদিন/হিমেল