১৫ নভেম্বর, ২০১৯ ১৬:৫৮

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের পদত্যাগ করা উচিত: দুলু

পাবনা প্রতিনিধি:

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের পদত্যাগ করা উচিত: দুলু

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দশ টাকার পেঁয়াজ আড়াই শত টাকা দিয়ে দেশবাসীকে ক্রয় করতে হচ্ছে, বিষয়টি সত্যিই কষ্টের। যে সরকার পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার অধিকার নেই। 

শুক্রবার বিকেলে পাবনার সাথিয়া উপজেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাথিয়া পৌর সদরের হাফিজিয়া মাদরাসা মাঠে আয়োজিত কর্মী সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি কে এম মোর্শেদ জ্যোতির সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচীব সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি কাজী রাফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ, আশিক ইকবার রাসেলসহ প্রমুখ। 

সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরো বলেন, রাতের অন্ধকারে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের সাথে বেঈমানি করে দমন পীড়ণের মাধ্যমে সাময়িক ক্ষমতায় থাকতে পারলেও এর ভবিষ্যত শুভকর হবে না। তাই এখনও সময় আছে আমরা আপনাদের নিকট অনুরোধ করছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দিন। একই সাথে সংসদ ভেঙ্গে দিয়ে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন দিন। নতুবা এর পরিনাম ভালো হবে না কখনোই। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর