১৫ নভেম্বর, ২০১৯ ১৭:৩২

বড়াইগ্রামে টিফিনের টাকা বাঁচিয়ে ৫৫ হাজার চারা রোপন

নাটোর প্রতিনিধি:

বড়াইগ্রামে টিফিনের টাকা বাঁচিয়ে ৫৫ হাজার চারা রোপন

একটি উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিনে টিফিনের টাকা বাঁচিয়ে ৫৫ হাজার গাছের চারা রোপন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরণের দৃষ্টান্ত স্থাপন করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

শুক্রবার সকালে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ৫৫ হাজার গাছের চারা রোপন কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এ উচ্ছ্বাস প্রকাশ করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পিএএ।  বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, বন সংরক্ষক সামাজিক বন অঞ্চল বগুড়া ড. মো. জগলুল হোসেন, উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার পারভেজ, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন ও অন্যদের মধ্যে সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর ফাদার শংকর ডমিনিক গোমেজ, কথা সাহিত্যিক আবুল কালাম মো. আজাদ ও এ অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক জুবায়ের আল মাহমুদ প্রমূখ।  

অনুষ্ঠান শেষে উপমন্ত্রী গাছের চারা রোপনে অবদান রাখায় সংশ্লিষ্ট ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর