মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সম্প্রীতির সংলাপ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। প্রধান বক্তা ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। মূখ্য আলোচক ছিলেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য মিহির কান্তি ঘোষাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ নিখিল ভট্টাচার্য, উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, সিনিয়র এএসপি (সার্কেল) মো. আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুর হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু দেব, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, কবি সৌমিত্র দেব, ইপা বড়ুয়া, পংকজ কন্দ, থানা জামে মসজিদের খতিব আব্দুল কুদ্দুস নিজামী।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের উন্নয়ন ঘটিয়ে গরিব-দুঃখী মানুষের মুখে হাঁসি ফোঁটানো। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে যে এখন উন্নয়ন হচ্ছে সম্প্রীতি বজায় আছে বলেই তা সম্ভব হচ্ছে। তাই উন্নয়নের এই অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে এই সম্প্রীতির সংলাপ চালিয়ে যেতে হবে।
পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ ইতিহাসগতভাবে একটি প্রাচীন জনপথ। এ জনপথের দর্শন হলো ধর্ম নিরপেক্ষতা। আর এ দর্শনের উপর ভিত্তি করে আমাদের মহান মুক্তিযুদ্ধ সংঘঠিত হয়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলের সম্মিলিত রক্তের বিনিময়ে আমাদের বিজয় এসেছিল। আমাদের স্বাধীনতা এসেছিল। এই সত্যটাকে ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, আমাদেরকে সবকিছু ভুলে গিয়ে এই মুক্তিযুদ্ধের পূর্ণভূমিতে যদি আমরা শক্তভাবে দাঁড়িয়ে থাকি, আমরা যদি জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শে দৃঢ় বিশ্বাস রাখতে পারি তাহলে এদেশে কোনো অবস্থাতেই সম্প্রীতি বিনষ্ট হতে পারে না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন