অন্যায়ের প্রতিবাদ এবং নানা অবিচার সইতে না পেরে ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনের এক সাধু আত্মহত্যা করেছেন। তার নাম বন্ধু সেবক ব্রহ্মচারী।
সোমবার ভোরের দিকে তিনি শ্রীঅঙ্গনের নিজ কক্ষের ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয়রা জানান, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময়ে আঙ্গিনার অভ্যন্তরে ঘটে যাওয়া নানা অনিয়ম নিয়ে প্রতিবাদ করে একটি পোস্ট দেন। এতে তিনি উল্লেখ করেন, আঙ্গিনার অভ্যন্তরে নানা অনিয়ম এবং তাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এ নিয়ে গত তিনদিন ধরে শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু ব্রহ্মচারীর সঙ্গে তার বিরোধ চলে আসছিল বলে পোস্টে তিনি উল্লেখ করেন। এরই জের ধরে তিনি আত্মহত্যা করেন বলে পোস্টে লিখেন ওই সাধু।
সকালে সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কোতয়ালী থানার ওসি এনায়েত হোসেন জানান, বিষয়টি নিয়ে তারা খোঁজ নিচ্ছেন।
তদন্তের স্বার্থেই তিনি আর কোওন কথা বলতে রাজী হননি।
বিডি প্রতিদিন/কালাম