নেত্রকোনার কেন্দুয়ার পৌর সদরের পশ্চিম সাউদপাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে এসে বর মাহমুদুল হাসান রঞ্জুকে (২৫) পাঁচ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
হমুদুল হাসান উপজেলার মাসকা ইউনিয়নের মাচিয়ালী গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
রবিবার রাতে কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া পৌর সদরের পশ্চিম সাউদপাড়াস্থ বাড়িতে এনামুল হকের মেয়ে একটি কারিগরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে সাউদপাড়া মাহমুদুল হাসানের বিয়ের আয়োজন করা হয়। খরব পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম পুলিশের সহযোগিতায় রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কনের বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিয়ে প্রতিহত করেন।
বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বরকে ৫ দিনের কারাদনণ্ড দেওয়া হয়।
এসময় উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কল্যাণী হাসান, মানবাধিকার নারী সমাজের সভাপতি মেহেরুন্নেছা নেলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম