“ধর্ষণ ও যৌন নিপীড়ন, মানবতার বিরুদ্ধে অপরাধ” আসুন এই অপরাধের বিরুদ্ধে রুখে দাড়াই স্লোগানে নেত্রকোনায় ‘আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস’ পালিত হয়েছে।
এ উপলেক্ষে সোমবার দুপুরে নিউটাউন মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা পরিষদ নেত্রী শেফালী সাহার সভাপতিত্বে লিগ্যাল এইড সম্পাদক মঞ্জু সরকারের সঞ্চালনায় দিবসের তাৎপর্য এবং নেত্রকোনা শাখার সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন উপদেষ্টা নেলি বড়ুয়া, সহ-সভাপতি সাফিয়া লায়েছ, সহ-সাধারণ সম্পাদক মনোয়ারা হামিদ, অর্থ সম্পাদক আফরোজ চৌধুরী, আন্দোলন সম্পাদক সৈয়দা সামছুন্নাহার বিউটি, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজমিরি বেগম, সদস্য উষা রায় ও পলি।
এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা, ‘ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ’ উল্লেখ করে এ অপরাধের বিরুদ্ধে সাংবাদিকসহ সমাজের সবাইকে রুখে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
বিডি প্রতিদিন/কালাম