বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ঐতিহ্যবাহী অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়রে প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন আহসান। মুজিব বর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ১০০ বই নিয়ে এ মেলার আয়োজন করেছে শ্রাবণ প্রকাশনী। এতে সহযোগিতা করছে মন্ত্রিপরিষদ বিভাগ। ভ্রাম্যমাণ এ বইমেলা আগামী ৪ দিন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্কুল, কলেজে অবস্থান করবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার