বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪টি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চেইঞ্জ রুমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সোমবার বেলা ১ টায় সরকারি বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে চেইঞ্জ রুম উদ্বোধন করেন।
চেইঞ্জ রুম পাওয়ায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছাত্রীরা।
সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, প্রধান শিক্ষক মমতাজ বেগম এ সময় উপস্থিত ছিলেন।
মাধ্যমিক স্তরের ছাত্রীদের ক্লাশ চলাকালীন স্বাবলীল চলাফেরা ও সুস্বাস্থ্যের জন্য সকল বিদ্যালয়ে চেইঞ্জ রুম চালুর নির্দেশ দিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক ভারত চন্দ্র সরকার, মো. আব্দুল কাদের, শিক্ষার্থী জান্নাতুল বাধন রিচি বক্তৃতা করেন। চেইঞ্জ রুম নির্ধারণ করে দেওয়ায় ছাত্রীদের তরফ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন