কুষ্টিয়ায় সরকারী সংস্থা টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি শুর হয়েছে।
সোমবার বেলা ১২টায় কুষ্টিয়া কালেক্টরে চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসলাম হোসেন। এসময় লাইনে দাঁড়িয়ে প্রতি একজন ১ কেজি করে পিয়াজ কেনেন।
প্রথম দিনে ২ হাজার কেজি পিয়াজ সাধারণ মানুষের কাছে বিক্রয় করা হবে বলে জানালেন জেলা প্রশাসক আসলাম হোসেন। বাজারে স্বাভাবিক পরিস্থিতি না আসা পর্যন্ত এই কর্মসূচী চালু থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, কুষ্টিয়ার বাজারে পিয়াজের কেজি এখনও দেড়শ’ থেকে দু’শ টাকা কেজি বিক্রি হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন