কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে একটি বাণিজ্যিক জাহাজ থেকে মদ ও আন্দামান গোল্ড বিয়ারসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে।
আটককৃত ব্যক্তি মিয়ানমারের আকিয়াব জেলার লাডো অকিয়ার ছেলে ছটি (৩৫)। সোমবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এম হায়াত ইবনে সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রবিবার রাতে টেকনাফের বিসিজি স্টেশান এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ২১০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার ও ৪৪ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি উদ্ধার করা হয়। ক্যানের মধ্যে ১৩০টি চ্যাং ক্লাসিক ব্রান্ডের বিয়ার রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার অন্তর্গত সাইরং খালে অভিযান চালিয়ে মাদক কারবারী মিয়ানমারের এ নাগরিককে আটক করা হয়। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাহ জিয়া বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃত ছটি জানায় দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে বিয়ার ও হুইস্কি মিয়ানমার থেকে বাংলাদেশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। আটক মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল