নাটোরে টিসিবির উদ্যোগে ২ মেট্রিক টন পিয়াজ বিক্রয় করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৪৫ টাকা কেজি দরে মাথাপিছু এক কেজি করে পিয়াজ বিক্রয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুসহ মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলাপ্রশাসকের কার্যালয় ছাড়াও শহরের মাদরাসা মোড়ে পিয়াজ বিক্রয় করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম