মূলধারার রাজনীতিতে শতকরা ৩৩ ভাগ নারী নেতৃত্বের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সহযোগিতায় 'নারীর জয়ে সবার জয় নেটওয়ার্ক' এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের এডভোকেসী টিমের সমন্বয়ক দীপক চৌধুরীর বাপ্পীর সভাপতিত্বে ও মাষ্টার ট্রেইনার মো. মনির হোসেন এর সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. তাসলিমা সুলতানা খানম নিশাত ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এড.ইসমত আরা।
এসময় বক্তব্য রাখেন ডেমোক্রেসী ইন্টান্যাশনালের কুমিল্লা অঞ্চলের সিনিয়র সমন্বয়ক আবুল বাশার, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফয়জুন্নাহার টুনি ও জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী জান্নাত পারভীন স্মৃতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নারী নেত্রীরা রাজনৈতিক দলগুলোর কমিটি গঠনের সময় তৃণমূল থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত নারী নেত্রীদের শতকরা ৩৩ ভাগ সংযুক্ত ও অংশগ্রহণের ব্যবস্থা করার জন্য দাবি জানান। এসময় তারা এ ক্ষেত্রে ১৩ দফা সুপারিশও তুলে ধরেন।
বিডি প্রতিদিন/হিমেল