দিনাজপুরের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের আওতায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের জন্য প্রথম পর্যায়ে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সরাসরি কৃষকের নিকট আমন ধান ক্রয়ে লটারির মাধ্যমে ফুলবাড়ীতে ১৮৭৮ জন ও পার্বতীপুরে ৩০৬৭ কৃষককে নির্বাচিত করেছে উপজেলা প্রশাসন। প্রতিজন কৃষক এক টন করে ধান সরাসরি সরকারের নিকট বিক্রয় করতে পারবে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় এই লটারির উদ্বোধনের সময় ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মওলা, ফুলবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাছান উপস্থিত ছিলেন।
অপরদিকে পার্বতীপুরে একই সময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন সরকার ও তালিকাভূক্ত কৃষকগণ সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর ফুলবাড়ীতে ১৭ হাজার ৩৩০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে, এতে ফলন হয়েছে প্রায় ৫৫ হাজার মেট্রিকটন ধান।
অপরদিকে, চলতি রোপা আমন পার্বতীপুর উপজেলায় ২৮ হাজার ৫০ হেক্টর জমিতে লাগানো হয়েছিল। ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮২ হাজার ৪৪৫ মেক্টিক টন এবং চাউল উৎপাদন হয়েছে ১ লাখ ২৫ হাজার ১৬৮ মেক্টিক টন।
বিডি প্রতিদিন/হিমেল