নেত্রকোনা সদর উপজেলার চল্লিশায় একটি বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাদে কাজ করার সময় রুক্কু মিয়া (৫৫) নামে এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন।
সোমবার বিকালে মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদের পাশ দিয়ে প্রবাহিত বিদ্যুতের তার বিল্ডিংয়ের রডে লেগে থাকলে এই দুর্ঘটনা ঘটে। রুক্কু মিয়া নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের কাজ চলছে। তিনতলা ভবনের ছাদে কাজ করছিলেন রুক্কু মিয়া। পিলারের রডের পাশ দিয়ে প্রবাহিত বিদ্যুতের মেইন তারের সাথে জড়িয়ে থাকলে কাজের সময় অসাবধানতাবশত রডে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি তদন্ত মোঃ নাজমুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন