ময়মনসিংহের মুক্তাগাছা থেকে হোসেন আলী (৩৪) নামের জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১৪। বুধবার ভোরে উপজেলার দরিকৃষ্ণপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। মুক্তাগাছা থানায় এ বিষয়ে হোসেন আলীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরে সন্ধ্যায় র্যাব ১৪’র মেজর শিবলী সাদিক স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোর পৌণে ৬টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছার দরিকৃষ্ণপুর এলাকায় কিছু লোক গোপন বৈঠকের জন্য মিলিত হয়। এসময় র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বৈঠকের উদ্দেশ্যে আসা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে হোসেন আলী নামের এক যুবককে গ্রেফতার করলেও বাকি সদস্যরা পালিয়ে যায়। এসময় একটি বাজারের ব্যাগের ভিতর থেকে কিছু জিহাদি বই, লিফলেট এবং জিহাদী প্রচারণায় ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, হোসেন আলী জিজ্ঞাসাবাদে জানা যায়, জনৈক এক ব্যক্তির মাধ্যমে ‘নিষিদ্ধ ঘোষিত’ ইসলামিক সংগঠন জেএমবির কার্যক্রমের সাথে যুক্ত হয়ে পড়ে। সে সংগঠনের জন্য বিভিন্ন কৌশলে লোকজনের কাছ থেকে চাঁদা সংগ্রহ করত এবং কর্মী সংগ্রহের কাজ করে থাকত। এছড়াও অভিযুক্ত আসামির মোবাইল থেকে আল-কায়দার প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন ভিডিও উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার