নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খাল থেকে বস্তাবন্দি একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের উলুয়াকান্দা এলাকায় উব্দাখালি নদীর সংযুক্ত উলুয়াকান্দা খাল থেকে অজ্ঞাত কঙ্কালটি উদ্ধার হয়। তবে উদ্ধার করা ওই কঙ্কালটি কোন লিঙ্গের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বিকালে স্থানীয়রা বস্তাবন্দি একটি কঙ্কাল দেখতে পেয়ে থানায় অবগত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সন্ধ্যার দিকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
দীর্ঘদিনের হওয়ায় কঙ্কালের হাত, পা, মাথা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্লাস্টিকের বস্তাটিও ছেড়া এবং এটি নারী না পুরুষের কঙ্কাল তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা যায়, কঙ্কালটি অনেক দিনের হবে।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/কালাম