“নির্মাণের কারিগর সুস্থ থাকুন জীবন ভর” এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে কিং ব্র্যান্ড সিমেন্টের স্বাস্থ্যসেবা ক্যাম্প ও রাজসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩টায় শহরের খান মহল মিলনায়তনে তিন ঘণ্টাব্যাপী রাজ মিস্ত্রিদের জন্য স্বাস্থ্যসেবা ক্যাম্প চালু করে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
পটুয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. তারেক হাসান (সার্জারি বিশেষজ্ঞ) ও ইন্টার্ন চিকিৎসক এইচ এম এনায়েত উল্লাহ স্বাস্থ্যসেবা প্রদান করেন।
পরে রাজসভা অনুষ্ঠানে কিং ব্র্যান্ড সিমেন্টের গুণগত মান, উৎপাদন প্রক্রিয়া ও ব্যবহার নিয়ে আলোচনা করেন ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ।
কিং ব্র্যান্ড সিমেন্ট ভি আর এম প্রযুক্তিতে তৈরি বেলা অ্যালকালি সিমেন্ট বিধায় অন্য যেকোনও সিমেন্টের থেকে স্থায়ীত্ব বেশি, এসব নানান বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।
পরে রাতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিং ব্র্যান্ড সিমেন্টের বরিশাল বিভাগের সিনিয়র ম্যানেজার (সেলস) কবির আহমেদ’র সভাপতিত্বে রাজ সভায় উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের পটুয়াখালীর পরিবেশক মেসার্স সিকদার স্টোর্স’র প্রোপাইটর ইউসুফ আলী সিকদার, পটুয়াখালী এলজিইডি সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, পৌর সভার সহকারী প্রকৌশলী সোলায়মান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের এরিয়া ম্যানেজার সাইফুল আলম।
রাজসভা শেষে র্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উপস্থিত ৭০ জন রাজ মিস্ত্রির হাতে বিভিন্ন পুরস্কার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আগত অতিথি, ব্যবসায়ী, সুধীজন ও শমিকদের সম্মানে নৈশ ভোজেরও আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/কালাম