কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪ হাজার ৭৯৬ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়া এলাকার বিউটি পার্লারের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সদর ইউনিয়নের ডেইল পাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. নুরুল আমিন (১৭) ও একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (১৬)।
টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়া এলাকার বিউটি পার্লারের সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে টেকনাফ বিওপির একটি বিশেষ টহলদল। এ সময় আটকদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৪ হাজার ৭৯৬ পিস ইয়াবা ও নগদ মাদক বিক্রির ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১৪ লাখ ৩৮ হাজার ৮০০ টাকা।
ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম