কিশোরগঞ্জের ভৈরর উপজেলার চণ্ডিবের গ্রামে নিজ ঘর থেকে মাহবুবুর রহমান (৩৮) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ছুরিকাহত অবস্থায় স্ত্রী রোকসানা বেগমকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহত মাহবুবুর রহমান ঢাকার কমলাপুর রেলওয়ের লোকেশেটে কর্মরত। বুধবার রাত ১০টার দিকে তিনি বাড়িতে আসেন। তিন সন্তানের জনক তিনি।
নিহতের স্ত্রী আহত রোকসানা বেগম সাংবাদিকদের জানান, ভোররাত ৩টা থেকে ৪টার দিকে ৪/৫ জনের একটি ডাকাতদল বাড়িতে হানা দিয়ে তার স্বামী ও তাকে ছুরিকাঘাতে আহত করে নগদ ৫০ হাজার টাকাসহ ৪/৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
ভৈরব বাজারে বসবাসকারী নিহতের ছোট বোন মাহমুদা হক জানান, বাড়ির প্রধান ফটক, বারান্দার গ্রীল মজবুত লোহা দিয়ে তৈরি। রুমের দরজায় শক্ত লোহার তালা ভেঙে বাহির থেকে কেউ ঢুকলে শব্দ হতো। প্রতিবেশীরা সেই শব্দ শুনতে পেতেন। এমনকি পাশের রুমে ঘুমিয়ে থাকা তার সন্তানরাও কোনো শব্দ শুনতে পাননি। তিনি ঘটনাটি রহস্যজনক উল্লেখ করে বিষয়টি তলিয়ে দেখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি দাবি জানান।
প্রতিবেশী আব্দুল হান্নান জানান, তারা কোনো হট্টগোল বা কান্নাকাটির শব্দ শুনতে পাননি।
খবর পেয়ে পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কি কারণে ঘটনাটি ঘটেছে এখনই সেটা বলা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/ফারজানা/এনায়েত করিম