রাজশাহী থেকে ঢাকাগামী লোকাল ট্রেনের ইঞ্জিন সিরাজগঞ্জের ঝাঐলে বিকল হওয়ার কারণে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ ছিলো। প্রায় দেড়ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেন সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী লোকাল ট্রেন জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকায় পৌছালে ট্রেনের ইঞ্জিনের পানির পাইপের ত্রুটি দেখা দেয়ায় ইঞ্জিনটি বিকল হয়ে যায়। পরে জামতৈল স্টেশন থেকে আটকে পড়া বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এসে বিকল হওয়া ট্রেনটির ইঞ্জিন ও বগিকে কে উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে রেখে আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ইঞ্জিন বিকল হওয়ার কারণে ঢাকার সাথে উল্টর ও উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে প্রায় দেড়ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন