খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলীর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা সংবাদপত্র পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক প্রবাহ সম্পাদক আশরাফ-উল-হক।
উল্লেখ্য, সাংবাদিক লিয়াকত আলী খুলনার সংবাদপত্রে প্রথম অফসেট ও কম্পিউটার ব্যবহার করে আধুনিক প্রযুক্তি প্রচলন করেন।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়, রূপসা সেতু, সোলার পার্ক, শিল্পকলা একাডেমি, আধুনিক রেলস্টেশনসহ খুলনার অবকাঠামো উন্নয়ন ও দাবি আদায়ে অগ্রণী ভূমিকা রাখেন।
স্মরণসভা ও দোআ মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম হাবিব, সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, দৈনিক পূর্বাঞ্চলের বর্তমান সম্পাদক মোহাম্মদ আলী, জ্যেষ্ঠ সাংবাদিক অধ্যাপক আলী আহমেদ, এসএম নজরুল ইসলাম, মোস্তফা সরোয়ার, গৌরাঙ্গ নন্দী, মোজাম্মেল হক হাওলাদার প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন