ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে ষ্টেশনে বুধবার সন্ধ্যায় ২ টিকিট কালোবাজারিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হল- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা গ্রামের মিলন মিয়া (৫০) ও আখাউড়া মসজিদ পাড়ার মহব্বত আলী (৬৫)।
আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা। এরআগে বুধবার সন্ধ্যায় আখাউড়া ষ্টেশনের টিকেট কাউন্টারের সামনে থেকে তাদেরকে আটক করে ডিবি পুলিশ। এসময় তাদের দুজনের কাছ থেকে বিভিন্ন গন্তব্যের ১০১টি আসনের ৭৫টি টিকেট জব্ধ করা হয়। ভ্রাম্যমাণ আদালত মিলন মিয়াকে ৬ মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানা এবং মহব্বত আলীকে ৫ মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী, ডিবি পুলিশের ওসি আমিনুর রশিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার