বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ফেসবুক পেজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে নতুন সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নে এক সচেতনতামূলক সভায় বেলুন-ফেস্টুন উড়িয়ে ‘বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক-বিএমপি’ নামে নতুন ফেসবুক পেজের উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম।
সভায় নতুন সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নে বিভিন্ন জনসচেতনতামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।
অন্যান্যের মধ্যে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু রায়হান মুহাম্মদ ছালেহ্, উপ- কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, উপ-কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম, সহকারী কমিশনার (ট্রাফিক) এএফএম ফায়জুর রহমান, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন