নেত্রেকোনার পূর্বধলায় বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে তানিশা আক্তার লামিয়া (৩) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
সে উপজলোর ধলামূলগাঁও ইউনিয়নের দত্তকুনিয়া গ্রামের কামাল মিয়ার মেয়ে।
নিহতে পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল দশটার দিকে লামিয়া সবার অজান্তে খেলার সময় বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। এরপর খোঁজাখুজি করে না পেয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে। স্বজনরা পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন