বগুড়ার শেরপুরে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করেছে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। বৃহস্পতিবার দুপুরে শহরের ধুনটমোড়স্থ সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ নিজে উপস্থিত থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ শাহজামাল সিরাজী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেকেন্দার রবিউল ইসলাম, শেরপুর খাদ্যগুদামের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এসএম আতিকুল ইসলাম, মির্জাপুর খাদ্য গুদামের দায়িত্বরত কর্মকর্তা মুকুল টুডু, স্থানীয় আ.লীগ নেতা এসএম মোস্তফা, কৃষকলীগ নেতা গোলাম মোস্তফা লিটন প্রমূখ উপস্থিত ছিলেন।
বগুড়ার শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম বলেন, মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা রয়েছে আগে ধান ক্রয় করতে হবে। এজন্যই আজ থেকে আমরা ধান সংগ্রহ অভিযান শুরু করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, কম দামে ধান বিক্রি করে কৃষক ক্ষতিগ্রস্ত হন। এজন্য সরকারের নির্দেশনা রয়েছে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী এ উপজেলায় সরাসরি কৃষকদের নিকট থেকে ধান কেনা শুরু করা হয়েছে। এতে করে কৃষকরা লাভবান হবেন। এছাড়া বাজারে ধান সংগ্রহের প্রভাব পড়লে অন্য কৃষকরাও তাদের উৎপাদিত পণ্যে ন্যায্য মূল্য পাবেন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার