গ্রামীণ বরাদ্দে অনিয়মসহ ১০ দফা দাবি জানিয়ে ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটি স্মারকলিপি পেশ করেছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়ে দলটি বিক্ষোভ মিছিল করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘেরাও কর্মসূচি ও স্মারকলিপি পেশ করে।
১০ দফা দাবির মধ্যে রয়েছে গ্রামীণ কর্মসূচি ও প্রকল্পের অনিয়ম বন্ধ করা। রেশনিং চালু করে চাল-আটা ৫টাকা, তেল-ডাল ৩০ টাকা, লবণ-চিনি-কেরোসিন ১৫ টাকা করা, ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি পুনরায় চালু, ষাটোর্ধ্ব বয়স্কদের জন্য পেনশন স্কীম, খাসজমি প্রকৃত ভূমিহীন ক্ষেতমজুর দের দিতে হবে, সেই সাথে শিক্ষা, চাকরি ক্ষেত্রে কোটার ব্যবস্থা করাসহ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ প্রদর্শনকালে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ক্ষেতমজুর জেলা কমিটির সভাপতি সাহা সন্তোস। সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো।
এসময় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোস কুমার পাল, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বগুড়া জেলা সংসদের সভাপতি মো. নাদিম মাহমুদ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন