কাভার্ড ভ্যানে করে পাচারকালে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে প্রায় ৪০ মণ হাঙ্গর ও ডলফিনের মৃত বাচ্চা জব্দ করা হয়েছে। এ সময় কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযানে আটককৃত বাচ্চাগুলো মাটিতে পুতে ফেলা হয়। অপরদিকে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে ভ্যানচালক মো. আনিচকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন।
বনবিভাগের ভোলা সদর রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, সামুদ্রিক জীব বৈচিত্র রক্ষার্থে হাঙ্গর, ডলফিন এসব ধরা, পরিবহন ও বিক্রি নিষেধ। পাচারকারী একটি চক্র ভোলার উপকূল থেকে বরফ দিয়ে কাভার্ড ভ্যানের করে হাঙ্গর ও ডলফিনের বাচ্চা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ এবং কোস্টগার্ড অভিযান চালিয়ে ভোলার ইলিশা ফেরিঘাট থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক মো. আনিচ ছাড়া আর কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত আনিচ কক্সবাজার জেলার পেকুয়া মখনামা এলাকার আলমগীরের ছেলে।
আনিচের বরাত দিয়ে রেঞ্জ কর্মকর্তা কামরুল ইসলাম আরও জানান, হাঙ্গর ও ডলফিনের বাচ্চাগুলো চরফ্যাসন উপজেলার দিক্ষণ আইচা এলাকা থেকে চট্টগ্রাম নেয়া হচ্ছিল। আনিচ এর বেশি কিছু জানাতে পারেনি। উপকূলীয় সমুদ্র এলাকা থেকে ওই হাঙ্গর ও ডলফিনের বাচ্চাগুলো জেলেদের জালে ধরা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার