কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন এক জন। নিহত দু’জন ইজিবাইকের যাত্রী।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর নওদাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের পরিচয় নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি আবুল কালাম। নিহত ওই ব্যক্তির নাম হামিদুল ইসলাম (৫৫)। নিহত হামিদুল মিরপুর ক্যানালপাড়া এলাকার ওহাবের ছেলে। অপর একজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি বাসের সাথে মিরপুর থেকে কুষ্টিয়াগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান দুই জন। এসময় গুরুতর আহত একজনকে স্থানীয়রা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। আহত একজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন