কুষ্টিয়ার ভেড়ামারায় ৭ম শ্রেণির ছাত্রী (১৩)-এর বিয়ের আয়োজন করায় তার পিতা খায়রুল হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মোকারিমপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বাংলাদেশ বেতারকে জানান, মোকারিমপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের খায়রুল হোসেন তার ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে তৃশার (১৩) বিয়ের আয়োজন করায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, আজ বিয়ে বন্ধের জন্য তিনবার তাকে নিষেধ করা হয়। পুলিশ তাদের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করার কথা বললে সে প্রতিশ্রুতি দিয়েও পুনরায় সন্ধ্যের পরে বিয়ের আয়োজন করে। এরপর তার বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ ও তাকে সাজা প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ