শুক্রবার দিনব্যাপি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সুনামগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে (৬ ডিসেম্বর) পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাত থেকে মুক্তিযোদ্ধারা সুনামগঞ্জকে মুক্ত করে লাল সবুজের পতাক ওড়ান।
শুক্রবার সকাল ১০ টায় মুক্ত দিবস উপলক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্র বের করে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন কর্মীসব বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের কাছে হানাদার ও রাজাকারদের আত্মসমর্পণের প্রতীকি দৃশ্য উপস্থাপন করা হয়।
পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অ্যাডভোকেট আলী আমজাদ, মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলনায়তন প্রাঙ্গণে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২৫জন চিকিৎসকের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন