১০ ডিসেম্বর, ২০১৯ ২০:৫৮

বুধবার সুন্দরবন পরিদর্শনে আসছে জাতিসংঘের যৌথ মিশন

বাগেরহাট প্রতিনিধি :

বুধবার সুন্দরবন পরিদর্শনে আসছে জাতিসংঘের যৌথ মিশন

জাতিসংঘের যৌথ মিশনের চার সদস্য আগামীকাল বুধবার দুপুর থেকে শুরু করবে সুন্দরবন পরিদর্শন। যৌথ মিশনের সদস্যরা দুপুরে বাগেরহাটের মোংলা থেকে নৌযানে করে সুন্দরবন পরির্দশন শুরু করবে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর এবং প্রকৃতি রক্ষার বৈশ্বিক সংগঠন আইইউসিএনের একটি যৌথ মিশনের পরিবেশবিদরা ৪ দিন সুন্দরবনে অবস্থান করবেন। 

তারা পরিবেশগত হুমকির মুখে থাকা ওয়ার্ল্ড হ্যারিটেজ এই বনের জীববৈচিত্র্যের বর্তমান অবস্থান সরেজমিনে দেখবেন ও তথ্য-উপাথ্য সংগ্রহ করবেন। জাতিসংঘের এই মিশনে রয়েছেন ইউনেস্কোর নয়াদিল্লী অফিসের প্রোগ্রাম স্পেশালিস্ট ফর ন্যাচারাল সায়েন্স বিভাগের মিস্টার গাই ব্রুক, ওয়ার্ল্ড হ্যারিটেজ সেন্টারের মিজ অ্যাকান নাকামুরা, আইইউসিএনের এলিনা অসিপভা ও এন্ড্রো ওয়াইট। এই যৌথ মিশনের সদস্যরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। বন অধিদপ্তরসহ একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর