সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এসময় ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালানো হয়। এদিকে আজ মঙ্গলবার সকালে এ হামলা ও লুটপাটের ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, উপজেলার ধরখার ইউনিনের রুটি গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিছুদিন পূর্বে একই গ্রামের আহাদ মিয়া ও আলামীনের লোকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার সন্ধ্যায় আহাদ মিয়ার নেতৃত্বে ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আলামীন ও তার লোকজনের উপর হামলা চালায়। এতে আলামীনসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এসময় দাঙ্গাবাজরা তাদের ৮টি ঘরে ভাঙচুর করে ঘরে রক্ষিত মালামাল লুট করে নিয়ে যায়। আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নেয়।
ধরখার ফাঁড়ির ইনচার্জ এস.আই. রকিবুল জানান, পূর্ব থেকেই তাদের মধ্যে বিরোধ ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল