২২ জানুয়ারি, ২০২০ ১৪:৩৮

পটুয়াখালীতে মাটির নিচ থেকে নববধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে মাটির নিচ থেকে নববধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রতীকী ছবি

পটুয়াখালীতে বিয়ের ২১ দিনের মাথায় চম্পা বেগম নামের এক নববধূকে পরিকল্পিতভাবে হত্যার পর মাটিতে পুতে রাখার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর স্বামী ও তার প্রথম স্ত্রী পলাতক রয়েছে। 

বুধবার বেলা ১১টার দিকে কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের গামরবুনিয়া বিল থেকে মাটি চাপা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, গত ১লা জানুয়ারি বরগুনা জেলার তালতলী উপজেলার কলারাম গ্রামের চান মিয়ার মেয়ে চম্পা বেগম (৩২) কে দ্বিতীয় বিবাহ করেন পূর্ব চাকামইয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে কৃষক বাবুল হাওলাদার। স্বামী ও প্রথম স্ত্রী পলাতক থাকায় ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে চম্পাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ মাটি চাপা দেয়া হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই আসল রহস্য বেরিয়ে আসবে বলেও জানান ওসি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর